৩০ মিনিটের বক্তৃতায় নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলি বাহিনীর সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ওই হামলায় ১২০০ মানুষ নিহত ও প্রায় ২৫০ জনকে অপহরণ করা হয়েছিল। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় তিনি তীব্র সমালোচনা করেন এবং বলেন, এটি “ইহুদি ও নিরীহ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসকে উসকে দেবে।” দ্বি-রাষ্ট্র সমাধানকে তিনি সরাসরি ‘পাগলামি’ বলে আখ্যা দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষ না হওয়া পর্যন্ত’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর– বিবিসি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তার বক্তৃতার শুরুতেই ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশসহ বহু দেশের প্রতিনিধি প্রতিবাদ স্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। হলের...