২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন ধরে যায়। এতে দিনমজুরসহ নিঃস্ব কয়েকটি পরিবার। উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা কাজী বাড়ীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘটেছে। খবর পেয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি প্রাথমিক অনুদানের বিষয়ে আস্বস্ত করে পাশে দাড়ান। জানা যায়, ডাটরা শিবপুর কাজী বাড়ীর মৃত আব্দুল বারেক মাস্টারের দুই ছেলে বাবুল ও বিপুলের দুইটি বসতঘর ও দুইটি রান্নাঘর'সহ মোট ৬ টি ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়। জানা গেছে, এদিন রাতে বিপুলের বসতঘরে আগুন লাগে এবং ঘরে থাকা...