এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল ম্যাচ বাকি থাকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার তারা এশিয়া কাপের ফাইনালে খেলতে যাচ্ছে। তবে চলতি টুর্নামেন্টে তাদের আগের দুই ম্যাচের তুলনায় বিতর্ক ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল উভয় দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই ও পিসিবি। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে জরিমানা করেছেন। আর পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান কোনো শাস্তি পাননি, তবে সতর্ক করা হয়েছে। ফারহান সুপার ফোরে ভারতের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন। তার উদযাপন নিয়ে বিতর্ক ওঠে এবং বিসিসিআই অভিযোগ জানায়। ফারহান দাবি করেন, তার...