গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় দিনেও মামলা হয়নি। এদিকে এ ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা মারা গেছেন। তার নাম জান্নাতুল নাঈম। তিনি ওয়ার হাউস পরিদর্শক ছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট চারজন মারা গেলেন। পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহিদুল হাসান বলেন, “দুই-একদিনের মধ্যেই মামলা হবে।” ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন এলাকায় একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট কাজ করে। এ সময় ফায়ার সার্ভিসের চার কর্মীসহ বেশ কয়েকজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে...