ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের বৈধতা পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে। শুক্রবার মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টে এ বিষয়ে দুটি আপিল দায়ের করে। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রচলিত নাগরিকত্ব নীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই, জন্মগত নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে আদালত সেই আদেশ স্থগিত করে দেয়।আপিলের নথিতে বিচার বিভাগ জানায়, নিম্ন আদালতের রায় রাষ্ট্রপতি ও তার প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতিকে বাতিল করেছে, যা সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করে তুলছে। এতে লক্ষ লক্ষ অযোগ্য ব্যক্তি মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করা হয়।বিভাগটি সুপ্রিম কোর্টকে আগামী ৬ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মেয়াদে মামলাটি গ্রহণ করে নিষ্পত্তি...