শেষে তিনি প্রশ্ন তুলেন, “আপনি কি কল্পনা করতে পারেন, সেই ছোট্ট মেয়ে হিন্দ রজব—যেন আমাদেরই মেয়ে।” এরপর তিনি যুদ্ধ বন্ধের জন্য জরুরি আহ্বান জানান।চীনের প্রধানমন্ত্রীচীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দীর্ঘ ভাষণে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেন।লি বলেন, চীন বিশ্বশান্তি ও নিরাপত্তার দৃঢ় রক্ষক এবং ভবিষ্যতেও এ ভূমিকায় থাকবে। তিনি উল্লেখ করেন, ইউক্রেন সংকট ও ফিলিস্তিন-ইসরায়েলের মতো সংঘাতপূর্ণ অঞ্চলের সমস্যাগুলো শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে চীন। ভবিষ্যতেও এ ধরনের সমস্যার রাজনৈতিক সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রীক্যারিবীয় দেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গঞ্জালেস গাজায় ইসরায়েলের যুদ্ধকে ফিলিস্তিনিদের ও আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননা হিসেবে অভিহিত করেছেন।তিনি বলেন, ‘নিশ্চয়ই, নরকের সবচেয়ে...