২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম অতিবর্ষন ও অপ্রতুল বরাদ্দের কারণে ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। ভাঙ্গাচোরা সড়কে যান চালাচল কমে যাচ্ছে। ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবহন মালিকরা। প্রতিনিয়ত চলাচলকারী যানবাহন ভেঙ্গে রাস্তায় পড়ে থাকছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলা জুড়ে প্রায় ১৫২ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সড়ক বিভাগের আওতায় ২৫ কিলোমিটার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ১২৭ কিলোমিটার রাস্তা রয়েছে। এতে জেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। জানা গেছে, ঝিনাইদহ জেলায় এলজিইডির আওতায় মোট কাঁচা সড়কের দৈর্ঘ্য ৩ হাজার ২’শ ৯৪ কিলোমিটার এবং পাকা সড়কের দৈর্ঘ্য ৬ হাজার ৩’শ ৮৭ কিলোমিটার। এছাড়া সড়ক বিভাগের আওতায় জেলায় ৪০৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে...