খবর টি পড়েছেন :২১১হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষ থেকে ৮০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের মাধবপুস্থ নিজ বাস ভবনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতি মণ্ডপে ৫ হাজার টাকা করে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব অনুদান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।ওইসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ দলীয় অন্যান্য নেতাকর্মীগণ ও হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।মন্দির কমিটির নেতারা...