জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের সফর সাধারণত রাষ্ট্রীয় মর্যাদা, দ্বিপাক্ষিক বৈঠক আর নানা আন্তর্জাতিক আলোচনার ভেতর দিয়ে গুরুত্ব পায়। কিন্তু বাংলাদেশের রাজনীতির বিশেষ স্বাদ মিশে গেলে সেই সফরের খবর হয়ে ওঠে কেবল নিউ ইয়র্কের অভিজাত কূটনীতি নয়, দেশের ডিমের রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ডিম ছোড়ার ইতিহাস বেশ লম্বা—এটা কখনও হয়েছে ক্ষোভের ভাষা, কখনও অপমানের প্রতিশোধ। জুলাই অভ্যুত্থানের পর আদালতের বারান্দায় ডিম নিক্ষেপের মহড়া যখন নতুন নিয়মে পরিণত হলো, তখন সেই একই নাটক আবার মঞ্চস্থ হলো নিউ ইয়র্কের বিমানবন্দরে। পার্থক্য শুধু অভিনেতার, চিত্রনাট্য তো একই—প্রতিপক্ষকে বেইজ্জত করার এই ‘ডিম মব’ যেন এক নয়া ‘গণতান্ত্রিক কৌশল’। ফলাফল? নিউ ইয়র্কে ইউনূসের অভিজাত বৈঠকগুলো বাংলাদেশের ভেতরে আলোচনার জন্ম দিল কম, বরং রাজনীতিবিদদের উদ্দেশে উড়ে যাওয়া ডিমই দেশব্যাপী আলোচনার ঝড় তুলল। জাতিসংঘের...