নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়েছে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে এ ধরনের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। ইসির নিজস্ব কর্মকর্তাদের জন্য ‘ইলেকশন কমিশন সার্ভিস’ চালুর বিষয়ে আইন সংশোধনে সরকারের সম্মতি পাওয়ার পরিপ্রেক্ষিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সম্মেলনে কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবি উপস্থাপনের পাশাপাশি ভোট প্রস্তুতির দিক-নির্দেশনা পাবেন। ইসি সচিবালয়, দশটি আঞ্চলিক ও জেলা অফিস, পাঁচ শতাধিক থানা ও উপজেলা নির্বাচন অফিসে পাঁচ হাজারের বেশি লোকবল রয়েছে। এনআইডি উইংয়েও রয়েছে এক হাজারের বেশি কর্মী, যার মধ্যে আট শতাধিক প্রথম শ্রেণির কর্মকর্তা...