২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম বাংলাদেশের রেল ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দাঁড়িয়ে আছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন। ইতিহাস বলছে, এটি শুধু দেশের প্রথম দোতলা রেলস্টেশনই নয়, বরং এই স্টেশনটি নির্মাণ করা হয়েছিল একজন ব্যক্তির জন্য! ঢাকা-চট্টগ্রাম রেলপথের প্রাচীন ও ঐতিহাসিক রুটে ১৯১৪ সালে নির্মিত হয় ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন। তবে এর পেছনে যে গল্প, তা যেন ইতিহাসের পাতায় ছড়িয়ে থাকা এক অনন্য কাহিনি। এক ব্যক্তির চাহিদায় স্টেশন! ঘোড়াশালের তৎকালীন প্রভাবশালী জমিদার ও ব্রিটিশ সরকারের মনোনীত ম্যাজিস্ট্রেট হাজি মোহাম্মদ আবু সাঈদ (সাজদা মিয়া) নিয়মিত রেলপথে ঘোড়াশাল থেকে ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু সেই সময় শীতলক্ষ্যা নদীর ওপারে অবস্থিত মূল স্টেশনে পৌঁছাতে দুই কিলোমিটার হেঁটে যেতে হতো, যা ছিল যাত্রীদের জন্য দুর্ভোগপূর্ণ।...