২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম মাগুরায় দুর্গা প্রতিমার পাশে থাকা অসুর এর মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত একটি ছবি ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপ্ত কুরি (২৫) নামে এক যুবককে আটক করেছে মাগুরা পুলিশ। জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দীপ্ত কুরি তার নিজ নামের ফেসবুক আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে। পরে ছবি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীপ্ত কুরির শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে ২৭ সেপ্টেম্বর আটক করে হেফাজতে নেয়। দীপ্ত কুরি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামের গৌতম কুরির ছেলে। স্থানীয়রা জানায়, দীপ্ত কুরি এর আগেও মুসলমানদের নিয়ে ফেসবুকে আজেবাজে পোস্ট...