ঢাকা: আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। যদিও মূল পূজার কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মাধ্যমে, তবুও বোধনের মধ্য দিয়েই এই মহোৎসবের সূচনা ঘটে।বাংলার ঘরে ঘরে বইছে উৎসবের হাওয়া। দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপ-ধুনো আর ঢাক-ঢোলের গর্জনে তৈরি হচ্ছে এক ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা।'বোধন' শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। শরৎকালে দুর্গাপূজার অংশ হিসেবে এই বোধন একটি গুরুত্বপূর্ণ আচার। পুরাণ মতে, রামচন্দ্র রাবণ বধের পূর্বে শরৎকালে দুর্গাপূজা করেছিলেন—যেটি ছিল প্রচলিত সময়ের আগেই, অর্থাৎ ‘অকালবোধন’। এজন্য শরতের দুর্গাপূজায় বোধনের বিধান রয়েছে।তবে বসন্তের চৈত্র মাসে যে বাসন্তীপূজা অনুষ্ঠিত হয়, তাতে বোধনের প্রয়োজন হয় না।সাধারণত দেবী দুর্গার বোধন হয় ষষ্ঠীর সন্ধ্যায়। কিন্তু কিছু বছর যেমন এবার...