বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার প্রাক্তন আহ্বায়ক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার বলেছেন, দল কেবল স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত ব্যক্তিদেরই মনোনয়ন দেবে।তিনি বলেন, ‘বিএনপি প্রার্থী নির্বাচনের জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। দল এমন ব্যক্তিদের নির্বাচন এবং মনোনয়ন দেবে যারা স্বচ্ছ, দুর্নীতির সঙ্গে যাদের কোনও ছোঁয়া নেই এবং গত ১৭ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।’রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনার এসব কথা বলেন।ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল সমিতির (ডিইজেএ) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা প্যানেলের (সাদাদল) সভাপতি অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাধারণ সম্পাদক কাদের গণি...