কাঞ্চনজঙ্ঘা আর হিমালয় পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোত্তরের এই সীমান্ত উপজেলার মহানন্দার পাড়সহ বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে সোনালি কাঞ্চনজঙ্ঘা। বর্ষা শেষে এবং শীত মৌসুমের শুরুতে আকাশে তেমন মেঘ আর কুয়াশা না থাকায় স্পষ্ট হয়ে উঠেছে এই পর্বতশৃঙ্গ। কোনো রকম কৃত্রিম যন্ত্র ব্যবহার না করেও দূর পাহাড়ের চোখ জুড়ানো দৃশ্য দেখে বিমোহিত দেশীয় পর্যটকরা। ছবি: সফিকুল আলম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের মহানন্দার পাড়ে গিয়ে দেখা গেছে, সীমান্ত উপজেলাটি এখন পর্যটকদের পদচারণায় মুখর। ভোর থেকে যখন আকাশ মেঘমুক্ত থাকে, তখন দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন হাতছানি দিয়ে ডেকে নেয় প্রকৃতিপ্রেমীদের। নীল আকাশে বরফে ঢাকা সাদা পাহাড় মুহূর্তেই যেন দর্শনার্থীদের মুগ্ধ করছে। মহানন্দা পাড়ের ডাকবাংলো এলাকায় দুপুর পর্যন্ত দেশীয় পর্যটকদের ভিড় দেখা গেছে। জেলার আশপাশ এলাকার পর্যটক ছাড়াও...