এশিয়া কাপের ১৭তম আসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। গ্রুপপর্ব ও সুপার ফোর পেরিয়ে এবার মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দেখা যাবে তাদের লড়াই। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের ক্রিকেটারদের বিতর্কিত আচরণ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তোলে দুই দেশের ক্রিকেট বোর্ড—বিসিসিআই ও পিসিবি। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত শুনানিতে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছেন। পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান অবশ্য শাস্তি এড়ালেও সতর্কবার্তা পেয়েছেন। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটির পর ফারহানের ‘গানশট’ উদযাপন নিয়ে বিতর্ক তৈরি হয়। বিসিসিআই অভিযোগ করে এটি রাজনৈতিক বার্তা বহন করছে। তবে ফারহান দাবি...