জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মার্কিন ব্যবসার বড় একটি অংশের মালিকানা নিতে চলেছে আবুধাবির রাজপরিবার। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের এ সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক সরকারি আদেশে সই করার পর এল, যেখানে টিকটকের মার্কিন অংশের দাম ধরা হয়েছে ১৪০০ কোটি ডলার। রাজপরিবারের সদস্য ও দেশটির নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে থাকা ‘এমজিএক্স’ নামের একটি ফান্ড টিকটকের মার্কিন অংশে ১৫ শতাংশ অংশীদারি নেবে এবং যুক্তরাষ্ট্রে টিকটকের বোর্ডে একটি আসনও পাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। বৃহস্পতিবার রাতে টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে যে চুক্তি হয়েছে, তার বৈধতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ চুক্তির বিস্তারিত চূড়ান্ত করার জন্য ১২০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। ল্যারি এলিসনের মার্কিন সফটওয়্যার কোম্পানি ওরাকল, প্রাইভেট...