২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম মার্কিন কৃষ্ণাঙ্গ স্বাধীনতাকামী ও বিতর্কিত রাজনৈতিক কর্মী আসাতা শাকুর আর নেই। কিউবায় দীর্ঘ নির্বাসিত জীবন কাটানোর পর ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে আসাতা শাকুরের মৃত্যুর খবর নিশ্চিত করে। একই সঙ্গে তার মেয়ে কাকুয়া শাকুর ফেসবুকে দেওয়া এক পোস্টে মায়ের মৃত্যুর বিষয়টি জানান। আসাতা শাকুর ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালিয়ে কিউবায় আশ্রয় নিয়েছিলেন, যেখানে তিনি কয়েক দশক ধরে নির্বাসনে ছিলেন। ১৯৭০-এর দশকে তিনি "ব্ল্যাক লিবারেশন আর্মি" (BLA)-এর সক্রিয় সদস্য ছিলেন। নিউ জার্সিতে একটি ট্রাফিক আইন লঙ্ঘনকে কেন্দ্র করে পুলিশ ও বিএলএ সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ ঘটে।...