এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে ভারত–পাকিস্তান লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। রোববার দুবাইয়ে মহারণে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।এর আগে চলতি আসরে দু’বার মুখোমুখি হয়ে পাকিস্তান দু’বারই হেরেছে ভারতীয়দের কাছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। ফাইনালের আগে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন জানালেন, আগের দুই হারের পরও তার দল উন্নতির ধারা দেখিয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তারা ম্যাচের বড় সময় নিয়ন্ত্রণে রেখেছিল বলে দাবি করেন তিনি। হেসন বলেন, ‘ভারতের বিপক্ষে শেষ ম্যাচে আমরা প্রথম খেলার তুলনায় অনেক ভালো করেছি। প্রথম ম্যাচটা ছিল কিছুটা নিষ্ক্রিয়, আমরা ভারতকে নিয়ন্ত্রণ নিতে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা দীর্ঘ সময় খেলার লাগাম শক্ত করে ধরে রেখেছিলাম। শেষ দিকে অভিষেক শর্মার অসাধারণ ইনিংস আমাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে যায়। ’ ফাইনালকে সামনে...