২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম চকরিয়ায় পিটিয়ে হত্যা করে গিয়াস উদ্দিন (৪৫) নামের এক টমটম গ্যারেজ মালিকের লাশ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দিয়েছে। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে মহাসড়কের মাতামুহুরী ব্রিজের কাছে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দিলে পুলিশের সহযোগিতায় গিয়াসউদ্দিনের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। তিনি কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দিঘির পাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে স্থানীয় মিন্টুসহ মোটরসাইকেল যোগে পৌর শহরের চিরিঙ্গা যায় গিয়াসউদ্দিন। চিরিঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে কয়েকজন লোক কারগাড়ি যোগে মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এসময় কার থেকে তৌহিদসহ ৪-৫ জন লোক নেমে মিন্টুকে বন্দুকের ভয় দেখিয়ে দূরে...