খবর টি পড়েছেন :২৩৭শেরপুরের ঐতিহ্যবাহী হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান মিয়া (৭৭) আর নেই। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব মো. শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে শারিরীক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তিনি শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।প্রয়াত মো. শাহজাহান মিয়া যৌবনকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে শেরপুর এসে ব্যবসা শুরু করেন এবং শহরের নিউমার্কেট এলাকায় ‘হোটেল শাহজাহান’ নামে খাবারের হোটেল চালু করেন। পরিষ্কার-পচ্ছিন্নতা, মানসম্পন্ন, আধুনিক ও রুচিসম্মত খাবার তৈরী ও পরিবেশনের মাধ্যমে জেলায় হোটেল শাহজাহান একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর খাবারের সুনাম জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে...