দুবছর আগে টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে আসার পর যেন আর থামার নাম নিচ্ছেন না হ্যারি কেইন। একের পর গোল করে রীতিমত ওলটপালট করে দিচ্ছেন রেকর্ড বইয়ের পাতা। এবার ভেরডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোলে ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডকে পেছনে ফেলে শতাব্দী সেরা নতুন এক সেঞ্চুরির রেকর্ড গড়লেন কেইন। গত এক শতাব্দীতে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেলে একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের কীর্তি গড়েছেন কেইন। এর আগে এই রেকর্ডে যৌথভাবে নিজেদের নাম শীর্ষে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ড। তারা দুইজনেই ১০৫ ম্যাচ খেলে দ্রুততম সময়ে ক্লাবের হয়ে শততম গোল করেছিলেন। এবার বিগত এক শতাব্দীর ইতিহাসে সর্বনিম্ন ১০৪ ম্যাচ খেলে সেঞ্চুরির এই রেকর্ডটি করেছেন কেইন। বুন্দেসলিগায় গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ভেরডার ব্রেমেনের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে ব্রেমেনকে ৪-০...