রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় মোবারক আলী নামে এক কৃষক দল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।হত্যার শিকার মোবারক হোসেন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও উত্তর বিশ্বনাথ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের চরগনাই এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই কৃষক দল নেতার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও পুলিশ জানায়, মোবারক গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজারে গিয়ে আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়ির ৫০০ মিটারের মধ্যে পাওয়া গেলে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। শুক্রবার স্থানীয় লোকজন পুরো এলাকা তল্লাশি করতে গিয়ে তার লাশটি দেখতে পেয়ে...