পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চিকন লাল আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের ছেলে। রনজিত কুমার রায় নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে দল নিয়ে ট্রাক্টরে করে ফিরছিলেন পঞ্চগড় সদর উপজেলার শেখপাড়া এলাকার খেলোয়াড়ররা। গাড়িতে খেলোয়াড়সহ ২০-২৫ জন ছিলেন। খেলায় জয় লাভ করে বেপরোয়া গতিতে ট্রাক্টর নিয়ে ফিরছিলেন তারা। ট্রাক্টরটি শিকটিহারি বাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যোগে যাওয়া বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মোটরসাইকেলে...