শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য কাজ করছেন। সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারা দেশে এই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:দুর্গাপূজায় নিরাপত্তা সহযোগিতায় মনিটরিং টিম করবে এনসিপিরাজশাহীতে মৃৎশিল্পীদের রং-তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা দুর্গাপূজায় নিরাপত্তা সহযোগিতায় মনিটরিং টিম করবে এনসিপি রাজশাহীতে মৃৎশিল্পীদের রং-তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা বিজিবি সদর দপ্তর থেকে আরো জানানো হয়, সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। বিজিবির নিরাপত্তাধীন মোট ২,৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তবর্তী (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ) এলাকায় ১,৪১১টি...