আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যে দলগুলো বৈশ্বিক আসরকে পরিকল্পনা করেই এগোচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। আগামী বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট তারা। বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আসর শুরুর ঠিক আগমুহূর্তে আরও দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে দুটি নতুন প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামি ও লাস ভেগাসে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেন, ‘জুন মাসে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের সেই ম্যাচ খেলার সুযোগ রয়েছে এবং আরও একটি শিরোপা জেতার দায়িত্ব আমাদের ওপর আছে।’২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার...