যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই প্রধান ও সমালোচক জেমস কমের বিরুদ্ধে অভিযোগ তোলাকে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের প্রতি প্রতিশোধের প্রমাণের মধ্যে সবচেয়ে বড় ও সর্বাধিক নজরকাড়া ঘটনা। সম্প্রতি ট্রাম্প বলেছেন, ‘আমি আমার প্রতিপক্ষকে ঘৃণা করি’। আর সেই ঘৃণাকে কাজে লাগিয়ে এখন তিনি তাদের শাস্তি দিচ্ছেন। কমের বিরুদ্ধে অভিযোগ ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির স্পষ্ট উদাহরণ। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট এটি শুধু শুরু বলেই জানিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি আরও অনেক শত্রুর বিরুদ্ধে আইনগত পদক্ষেপের আহ্বান জানান, যখন তিনি আমেরিকার রাজনীতির প্রচলিত নর্মস ভেঙে চলেছেন।আরও পড়ুনআরও পড়ুনযুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক আলোচনায় আন্তরিক ছিল না: ইরান ট্রাম্প বহু দিন ধরে কমের উপর রোষ উগরে চলেছেন, কারণ কমের নেতৃত্বে এফবিআই তদন্ত করেছিল যে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সঙ্গে কোনো মিল রেখেছিলেন কি...