বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছে পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার প্রস্তাব আসে। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন— তিনি আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। এরপর সেই সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রীর এমন সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক। এ নিয়ে বহু কটাক্ষের মুখে পড়েন দীপিকা পাড়ুকোন। শুট করার আগে একাধিক শর্ত দিয়ে নাকি কাজও হারাচ্ছেন তিনি। এবার অভিনেত্রীকে খোঁচা দিলেন বলিউড কোরিওগ্রাফার ফারহা খান। এ কোরিওগ্রাফার বর্তমানে তার ভ্লগ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিতের মাও। তাকে ক্যামেরার সামনে আসতে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল ফারহার। তাই বলিউড পরিচালক মজা করে বলেন, কোনো সিনেমার প্রস্তাবে...