২০২৬ ফিফা বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেন্যু। এতকিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ স্থানান্তরের কথা বিবেচনা করছেন! এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নিউইয়র্ক/নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, অভিবাসন ও অপরাধ দমনে তার উদ্যোগে সহযোগিতা না করা শহরগুলো থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ‘যদি আমি মনে করি কোনও জায়গা নিরাপদ নয়, তাহলে ম্যাচ অন্য শহরে সরিয়ে নেওয়া হবে।’ তবে এ বিষয়ে ট্রাম্পের আসলেই কতটা ক্ষমতা রয়েছে, তা স্পষ্ট নয়।...