এর আগে শনিবার সকাল সাড়ে ছয়টায় ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝপথের রেললাইনের নিচে অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ থাকা প্রবাসী আব্দুল গনির বলে শনাক্ত করেন তার ভাই মনির হোসেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. নাজিম উদ্দিন বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. নাজিম উদ্দিন...