আধুনিক জীবনে রান্নাঘর শুধু রান্নার জায়গা না বরং এটা আমাদের ঘরের সবচেয়ে কার্যকর ও গুছানো একটা অংশ। আজকাল ঘরে ঘরে দেশি খাবারের পাশাপাশি বিদেশি নানা রেসিপিও রান্না হচ্ছে। তাই তো রান্নাঘরে চাই গোছানো একটা কেবিনেট—যেখানে প্রয়োজনের সব কিছু থাকবে হাতে নাগালে, আবার দেখতেও হবে সুন্দর।আরও পড়ুন :ঘরের মুড বদলাতে পর্দা বদলানআরও পড়ুন :খাবার ঘর ছোট? সমস্যা নেই, সাজান বুঝেশুনেকেমন কেবিনেট বানাবেন, কোন উপকরণ ব্যবহার করবেন, আর কীভাবে যত্ন নেবেন— এসব নিয়ে সম্প্রতি কথা বলেছেন হাতিল-এর পরিচালক সফিকুর রহমান। চলুন, সবকিছু ধাপে ধাপে জেনে নিই।মাত্র ১০ মিনিটে ঘরকে ঝকঝকে করে তুলবেন যেভাবেকেবিনেট কেমন হবে?কেবিনেটের ডিজাইন নির্ভর করে আপনার রান্নাঘরের আকার, জায়গা আর আপনার চাহিদার ওপর। ছোট হোক বা বড়, প্রতিটা কেবিনেটেই থাকতে পারে আলাদা আলাদা সুবিধা।- শুধু পাল্লা নয়, চাইলে ড্রয়ারও...