দীর্ঘদিন আড়ালে থাকার পর কয়েকমাস এক ভিডিও বার্তার মাধ্যমে দর্শকের সামনে হাজির হন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রায় এক ঘণ্টার ওই ভিডিও বার্তায় কান্না জড়িত বিয়ে, সংসার সন্তান ও জমি জমা নিয়ে মায়ের সঙ্গে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনার বিবরণ দেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। চলচ্চিত্রে আর ফিরবেন কিনা, তা তখন পরিস্কার করে বলেননি পপি। তবে এবার শোনা যাচ্ছে ফের সিনেমা জগতে ফিরছেন এই নায়িকা। তবে ক্যামেরার সামনে নয়, থাকবেন পেছনে। প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন তিনি।পপি বলেন, ‘অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব।’ তা কীভাবে? ‘আমি সিনেমা প্রযোজনা করব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না।...