বাবর আলীর মুখে হাসি দেখে বোঝার উপায় নেই, কতটা কঠিন পথ পেরিয়ে এসেছেন তিনি। মানাসলু শব্দের অর্থ ‘আত্মার পর্বত’। স্থানীয়দের কাছে ‘পবিত্র’ বিবেচিত এই শৃঙ্গের আগে পরিচিত ছিল ‘কিলার মাউন্টেন’ নামে। পর্বতটির তুষার ধস, বিপজ্জনক ঢাল, আবহাওয়ার খামখেয়ালি আর পবর্তা আরোহণের ক্লান্তি মিলিয়ে যেকোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারে মানাসলুর শীর্ষ ছোঁয়ার যাত্রা। কিন্তু এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ আর আমা দাবালাম জয়ী বাবর আলী এমন অনায়াসে দুর্গম যাত্রার কথা বলেন, যেন এইমাত্র চেনা কোনো পথে খানিকটা হেঁটে এলেন। তাইতো আট হাজারি মানাসলু যাত্রায় ‘ফুসফুস কেমন আচরণ করে’ তা দেখতে এবার কৃত্রিম অক্সিজেন ছাড়াই ওঠার সিদ্ধান্ত নিলেন বাবর। একের পর এক আট হাজারি পর্বত জয়ী বাবর আলীকে অবশ্য এমনটাই মানায়। শুক্রবার ভোরে মানাসলু জয়ের পর বিকালে নেমে এসেছেন বেইস ক্যাম্পে। শুক্রবার রাতে...