গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উজ্জীবিত হয়ে উঠে চাঁদপুর-১ (কচুয়া) আসনের রাজনীতির মাঠ। বিগত ১৭ বছর ভিন্নমতের রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়া হলে চলছে হামলা-মামলা। এই আসনের অতীত রাজনৈতিক চর্চা খুবই হিংসাত্মমূলক। বহু মামলায় জর্জরিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বাহিরে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে ষড়যন্ত্রের শিকার হয়ে চলে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের অন্য প্রার্থীরা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর এখন সমান তালে নির্বাচনি প্রচারণায় রয়েছে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। জেলার সীমান্ত উপজেলা কচুয়ার রাজনৈতিক অধিকাংশ নেতাদের অবস্থান রাজধানীতে। কেউ প্রবাস থেকেও ভোটের সময় এসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ মানুষ সাংসদের কাছে এসে সমস্যার কথা বলা ছিল খুবই কঠিন বাস্তবতা। কারণ এই আসনে পতিত সরকারের সাবেক...