ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) শিবিরের প্যানেল থেকে নির্বাচিত সদস্য সর্ব মিত্র চাকমা বামপন্থি সংগঠনের নেতাকর্মীদের প্রতি ক্ষোভ জানিয়ে বলেছেন, যখন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র নিলাম, সর্বপ্রথম আমাকে জাত চ্যুত করলো বামেরা, যেন বামেদের কাছে আমাদের জাত পরিচয় ইজারা দেয়া আছে।শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে সর্ব মিত্র লেখেন—নিজের মানুষজনের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যা শুরু করে দিয়েছিলেন……আমি সংযত রাখার চেষ্টা করেছি সবসময়, সহ্য করে গেছি পুরোটাই। বারংবার বুঝিয়েছি, ‘না, আমি শিবিরের দলে যুক্ত হইনি। নির্বাচনি জোট মাত্র। আমি ধর্ম ত্যাগ করিনি, ইত্যাদি ইত্যাদি। বললাম, ‘বেশ, আমার ওপর বিশ্বাস রাখার দরকার নেই। কাজের সময় দেখে নেবেন। কাজ করবো।’হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে লড়াই ঘোষণা সর্ব মিত্রেরহলুদ সাংবাদিকতার বিরুদ্ধে লড়াই ঘোষণা সর্ব মিত্রেরতিনি লেখেন— বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল...