খবর টি পড়েছেন :১৫১চলমান এশিয়া কাপ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে আশা জাগালেও চরম ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরে ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা।কিন্তু মহাদেশীয় আসর থেকে বিদায় নিলেও সহসা দেশে ফিরে আসছে না লিটন দাসের দল। কারণটা অবশ্য আগেই ঠিক করা ছিল। এশিয়া কাপের ব্যস্ততা শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মহারণ দিয়ে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) পর্দা নামবে আট জাতির এশিয়া কাপ। এর পাঁচ দিন পরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমানসংখ্যক ওয়ানডের দুটি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল।শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই...