বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে আর জনগণকে রাস্তায় নামতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলাম পাঁচ বছরে উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে। আজ শনিবার সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা পরিবর্তন প্রথম কাজ হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে।’ জামায়াত ক্ষমতায় গেলে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়। তাই এ ভাঙা শিক্ষা ব্যবস্থা থাকবে না। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সৎ সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ...