রিয়াল মাদ্রিদ সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা দুজনই খেলছেন সৌদি প্রো লিগে। টেবিল শীর্ষে থাকা আল-নাসের ও আল-ইত্তিহাদের মধ্যকার দেখায় শুক্রবার রাতে মিলিত হন রিয়ালের সাবেক দুই তারকা। এ দেখায় হার মানতে হয়েছে ইত্তিহাদের বেনজেমাকে। জেদ্দায় দুদলের কিক অফের আগেই দুই তারকা নিজেদের উষ্ণ অভ্যর্থনা জানান। তবে, বেনজেমার ক্লাব আল-ইত্তিহাদ ২-০ ব্যবধান হারে আল-নাসেরের কাছে। আল-নাসেরের হয়ে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক তারকা সাদিও মানে এবং রোনালদো ইত্তিহাদের জালে বল জড়ান। দুই কিংবদন্তি এক দশকের মতো একসঙ্গে কাটিয়েছেন স্পেনে। ফুটবল মাঠে শত শত স্মৃতি রয়েছে তাদের। একসঙ্গে ইউরোপে জিতেছেন অনেক শিরোপা। ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমার সঙ্গে...