ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ফিলিস্তিন স্বীকৃতিকে ইসরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গে তুলনা করেছেন। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু এই অভিযোগ তোলেন। তবে তিনি মঞ্চে উঠতেই মিলনায়তনের বেশিরভাগ প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন। প্রায় ফাঁকা আসনের দিকে তাকিয়ে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে— তা আমরা কখনও মেনে নেবো না।’ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে নেতানিয়াহু বলেন, ‘নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই। তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনারা হামাসকে পুরস্কৃত করছেন এবং ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছেন। কিন্তু আমরা এটা কখনও মানব না।’ এর...