রাজধানীর লালবাগে এক ব্যাংক কর্মকর্তাকে গলাকাটা অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম (৪৩) স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টার পর লালবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নজরুল স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি ও নিজের মা নিয়ে লালবাগ কেল্লার মোড়ে জমজম টাওয়ার সংলগ্ন একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। নিহতের ভাই মো. নুরুল ইসলাম শনিবার সকালে লাশের ময়নাতদন্ত হওয়ার কথা জানান। তিনি বলেন, আমার মা বলেছেন, ছোট ভাই বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু কেউ তাকে বের হতে দেয়নি। হাসপাতালে সঠিক সময়ে নিতে পারিনি। পরে আমি ৯৯৯-এ ফোন দিই। তার আগেই বাসায় পুলিশ গেছে বলে...