হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গাপূজার ছুটির বিষয়ে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা বিশেষ সভা করেছেন। সভায় সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ী ও বাণিজ্য-সংশ্লিষ্ট সকল দপ্তরে নোটিশ পাঠানো হয়। এর একটি কপি বুড়িমারী স্থবন্দর কার্যালয়ের নোটিশ বোর্ডে ঝোলানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে সব ধরনের পণ্য...