মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে আয়োজক শহরে নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তিনি ম্যাচ সরিয়ে নেওয়ার কথা ভাববেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপ নিরাপদই হবে। তবে যদি মনে করি কোনো শহর একটু হলেও বিপদজনক, তবে আমরা ম্যাচ সরিয়ে নেব।’ ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে। তবে বেশিরভাগ ম্যাচ বসবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আয়োজক শহরের তালিকায় রয়েছে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো ডেমোক্র্যাটশাসিত শহরগুলোও। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসে আটটি, আর সান ফ্রান্সিসকো ও সিয়াটলে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা। ট্রাম্প বলেন, ‘এটা আসলে যথেষ্ট ন্যায্য প্রশ্ন। যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তবে আমরা সেখানে খেলা হতে দেব না। আমরা ম্যাচ অন্যত্র...