ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বলেছেন, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর ইতোমধ্যেই প্রত্যাহার করা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা অনৈতিক ও অবৈধ। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। এ সময় পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠায় মহাসচিবের প্রচেষ্টা এবং গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থানের প্রশংসা করেন। পাশাপাশি তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, ‘গাজায় চলমান নৃশংসতা ও গণহত্যার পরও পরিষদ যুদ্ধের নিন্দা জানাতে ন্যূনতম পদক্ষেপও নেয়নি।’ আরও পড়ুনআরও পড়ুনযুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক আলোচনায় আন্তরিক ছিল না: ইরান ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘তেহরান তার সব দায়বদ্ধতা পূরণ করেছে। আর রাশিয়া ও চীন স্ন্যাপব্যাকের বিরোধিতা করায় নিষেধাজ্ঞা...