পাহাড় আর মেঘ মিতালী চোখে পড়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাঁচগাও পাহাড়ে। সবুজে আচ্ছাদিত ছোট বড় পাহাড় আর উপরে মেঘালয়ের পাহাড় চোখের তৃষ্ণা মেটায় পর্যটকদের। এখানকার চন্দ্রডিঙ্গা, পাহাড়ি ঝর্ণা ছড়া অন্যতম দর্শনীয় স্থান। তবে শঙ্কার কথা হচ্ছে ছোট বড় সব পাহাড়ের পড়েছে একেবারে সীমান্তের শূন্য রেখায়। তার ওপর পাহাড়ি ঝর্ণা ছড়ায় গাঁ ভেজাতে অনেক পর্যটকই ভুল করে ভারতের সীমান্তে চলে যাওয়ারও ঘটনা ঘটছে অহরহর। তাই ঘুরতে আসা পর্যটকদের ঝুঁকি এড়াতে গত কয়েক মাস থেকে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। চেকপোস্ট বসিয়ে চলছে পর্যটকদের সচেতনের চেষ্টা। কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, সুযোগ-সুবিধা আর নিরাপত্তা সব দিক দিয়েই পিছিয়ে নেত্রকোনার সবকটি পর্যটক স্পট। যেমন পাঁচগাওয়ের প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রডিঙ্গা রিসোর্ট নামে একটি স্থাপনা নির্মাণ কাজ...