২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনসহ কৃষি জমির উপরিভাগ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টের দায়ে ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকা থেকে মো: আবুল কাশেম (৫৬) নামক ব্যক্তিকে " বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০(সংশোধিত- ২০২৩) এর ধারা ৭ ক এর উপধারা (গ) ও (ঘ) এর অপরাধে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আসামীকে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৭শত ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত...