পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মৌসুম। এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দূর্গা প্রতিমা আনতে গিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু হলো তিন তরুণের। আহত হয়েছে আরও তিনজন। এই ঘটনা ঘটেছে রাজ্যের হুগলি জেলার পোলবার অনন্তপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে হুগলি জেলার পোলবার শঙ্করবাটি বারোয়ারী দুর্গাপূজা কমিটির সদস্যরা দুর্গা প্রতিমা আনতে ম্যাটাডর করে যাচ্ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলবার অনন্তপুরে উড়ালপুলে উল্টে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সবাইকে উদ্ধার করে। তাদের স্থানীয় চন্দননগর মসকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতরা হলেন, শ্যামল চক্রবর্তী (৪২) স্বপন দেব (৩০) এবং ভাস্কর দেবধারা (২৯)।...