আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এই প্রতিপাদ্যের আলোকে বিশ্বজুড়ে যখন টেকসই ও দায়িত্বশীল পর্যটনের বিষয়ে আলোচনা চলছে তখন ট্যুরিজমে অপার সম্ভাবনা মেলে ধরছে মৌলভীবাজার জেলা। চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য, পাহাড়ি জনপদের আদিম শুদ্ধতা, বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি মিলিয়ে মৌলভীবাজার এখন শুধু দর্শনের নয় টেকসই পর্যটনে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। বিশেষ করে টি-ট্যুরিজম ইতোমধ্যেই স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলে দিয়েছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, টি-ট্যুরিজম এখন স্থানীয় অর্থনীতি, নারী উদ্যোক্তা, পরিবেশ সংরক্ষণ এবং সংস্কৃতির টেকসই চর্চার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। পর্যটনের এই নতুন ধারা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে যেমন আনছে কর্মসংস্থানের সুযোগ, তেমনি পর্যটকদের জন্যও তৈরি করছে ভিন্নধর্মী এক অভিজ্ঞতার জগৎ। মৌলভীবাজারের পর্যটন শিল্পের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে...