গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হন।...