নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমা সত্য কাহিনি অবলম্বনে তৈরি। এতে দেখানো হয়েছে কৈশোর পেরোনোর আগেই বিয়ে হওয়া দীপা নামে এক নারীর লড়াই ও স্বামীর নির্যাতন থেকে মুক্ত হয়ে নিজের মতো বাঁচার গল্প। দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি ছবিটির চিত্রনাট্য লিখেছেন আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্য, আবেদনকৃত চলচ্চিত্রের প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই সিনেমায় আনান সিদ্দিকা ছাড়াও আছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ কলাকুশলীর অধিকাংশই চমৎকার অভিনয় করেছেন। ছবিটিতে নবাগত হিসেবে আনান সিদ্দিকা নান্দনিক অভিনয় কৌশল, সরল চাহনি, সহজ বাচনভঙ্গী দিয়ে ইতিমধ্যে দর্শকদের মনে বিশেষ একটা জায়গা করে নিয়েছেন। সত্য...