ইউরোপে পাম তেল রপ্তানির বড় সুযোগ পেতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রপ্তানি নিয়ন্ত্রক স্থগিতাদেশ কার্যকরে বিলম্বের খবরে আনন্দে ভাসছেন ইন্দোনেশিয়ানরা। এর ফলে বিশ্বে পাম তেলের দামেও হেরফের হতে পারে। খবর রয়টার্সের।দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং ইইউ কর্তৃক দ্বিতীয়বারের জন্য বন উজাড়বিরোধী আইন স্থগিত রাখার ফলে ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নে ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি শিল্প সংস্থার প্রধান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।এর আগে ইইউ পরিবেশ কমিশনার জেসিকা রোসওয়াল মঙ্গলবার বলেন, ইইউ বন উজাড়বিরোধী আইন কার্যকরে দেরি হবে। এটি আগামী বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডি মার্টোনো বলেন, আইনটি কার্যকরের এই বিলম্ব ভালো ।কারণ এটি সরকারকে প্রস্তুতির জন্য সময় দেবে। বিশেষ করে ক্ষুদ্র চাষিদের বেশ উপকার হবে।মিসরের প্রস্তাব কেন...